৫টি আধুনিক ও স্মার্ট ব্যবসার আইডিয়া যা আপনার জীবন বদলে দিতে পারে!

দিয়াচ

বদলেছে সময়, পাল্টে গেছে মানুষের চাহিদা। আর সেই সব চাহিদাকে পূরণ করতে বিভিন্ন ধরনের স্মার্ট ও আধুনিক ব্যবসা আইডিয়া তৈরি হচ্ছে। সেই হাওয়া লেগেছে বাংলাদেশেও। আর তাই বাংলাদেশে করা সম্ভব এমন ৫ টি আধুনিক ও স্মার্ট ব্যবসা আইডিয়া নিয়ে আজ কথা বলব। 

Advertisement

৫টি স্মার্ট ব্যবসা আইডিয়া

বর্তমান সময়ের ক্রেতা চাহিদা ও আগ্রহের কথা মাথায় রেখে অসাধারণ ৫টি স্মার্ট ব্যবসা আইডিয়া নিয়ে এই আর্টিকেলটি লেখা হয়েছে। এই ব্যবসাগুলোর যে কোনটি সঠিকভাবে করলে আপনার জীবন ও বদলে যেতে পারে।

  • Virtual Assistant সার্ভিস
  • লোকালাইজড Delivery Service
  • ইন্টারেক্টিভ Islamic Learning Club
  • Pet Sitting বা Daycare সার্ভিস
  • বাংলা Audiobook ব্যবসা

Virtual Assistant সার্ভিস

বর্তমানে ব্যস্তযুগে অনেকেই নিজের কাজের সিডিউলের চাপে প্রয়োজনীয় অনেক জিনিস সামলাতে পারেন না। এই কারণে বিশ্বজুড়ে বর্তমানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস একটি আধুনিক ও স্মার্ট ব্যবসার আইডিয়া হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশেও ধীরে ধীরে এই ব্যবসার প্রসার হচ্ছে। তবে এখনো খুব কম মানুষই এই ব্যবসাটিকে সুন্দর মত সামলে উঠতে পেরেছেন। অথচ এই ব্যবসা শুরু করতে অনেক কিছু প্রয়োজন হয় তা কিন্তু না। কিছু প্রয়োজনীয় সফটওয়্যার এর ব্যবহার ও ইংরেজিতে ভালো কমিউনিকেশন স্কিল থাকলে এই ব্যবসা শুরু করা সম্ভব।

অনলাইন স্টোর, ফ্রিল্যান্সার কিংবা দেশি-বিদেশি উদ্যোক্তা যারা অনেক ব্যস্ত সিডিউলের মধ্যে কাজ করেন করেন, দেশ বিদেশের বিভিন্ন টাইম জোনের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করেন, তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে আধুনিক ও স্মার্ট ব্যবসার এই আইডিয়াকে সফলতার মুখ দেখানো সম্ভব। তাদের ই-মেইল ম্যানেজমেন্ট৷ ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ম্যানেজ করা, বিভিন্ন অ্যাপয়েনমেন্ট বুকিং করা এবং প্রয়োজন পড়লে ডকুমেন্ট টাইপ করে দেবার মত সাপোর্টই এই ব্যবসার মূল কাজ। ল্যাপটপ বা ডেক্সটপ, ভালো ইন্টারনেট কানেকশন, এক্সেল ও পিপিটির মত সফটওয়্যারগুলোর ব্যবহার জানা, সাথে নিজের কমিউনিকেশন স্কিল ভালো থাকলে আপনিও এই আধুনিক ব্যবসার জন্য তৈরি। 

Advertisement

আরও পড়ুন- ষ্টক ব্যবসার আইডিয়া

লোকালাইজড Delivery Service

ডেলিভারি সার্ভিস তো অনেক আছে। কিন্তু লোকালাইজড ডেলিভারি সার্ভিস দেশে এখনো বেশি প্রচলিত হয়ে ওঠেনি। অথচ মানুষের নানা ধরনের প্রয়োজন মেটাতে লোকালাইজড ডেলিভারি সার্ভিস হতে পারে আধুনিক ও স্মার্ট ব্যবসা আইডিয়া এর একটি উদাহরণ। ধরুন আপনি মিরপুর এলাকাতে বসবাস করেন। সে ক্ষেত্রে আপনার এই লোকালাইজড ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র মিরপুর এলাকাবাসীর জন্যই উন্মুক্ত হতে পারে। মোটরসাইকেল বা সাইকেল থাকলেই এই ব্যবসা শুরু করে দেওয়ার জন্য আপনি তৈরি। অ্যাপ তৈরির মতো বিনিয়োগ করতে না চাইলেও, হোয়াটসঅ্যাপ অথবা ফেইসবুক গ্রুপের মাধ্যমে এই সার্ভিস শুরু করা সম্ভব।

মূলত জরুরি প্রয়োজন থেকে শুরু করে, ওষুধ এক ব্যক্তির কাছ থেকে নিয়ে আরেক ব্যক্তিকে ডেলিভারি করা, বই, জামাকাপড়, খাবার যে কোন কিছুই নির্দিষ্ট এলাকার মধ্যে ডেলিভারি করে এমন একটি সফল ব্যবসা দাঁড় করানোর সম্ভব। আপনি চাইলে পছন্দ মত পণ্যের ডেলিভারি দেবার সিদ্ধান্তও নিতে পারেন। যেমন শুধুমাত্র খাবার কিংবা কসমেটিক আইটেম ইত্যাদি। তাহলে সেই নির্দিষ্ট পণ্যের জন্য আপনার প্যাকেজিং থেকে শুরু করে অন্যান্য যা কিছু মেইনটেইন করা প্রয়োজন তা মাথায় রেখে ব্যবসায় সাজাতে হবে। নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের সাথে যদি পার্টনারশিপ করে নিতে পারেন তবে নির্দিষ্ট লাভের মুখ  প্রতিমাসে দেখা সম্ভব। যেমন ধরুন কোন খাবার বা ওষুধের নির্দিষ্ট দোকান। তবে সাবধান থাকবেন আপনার মাধ্যমে যেন কোন অবৈধ নো ডেলিভারি না হয়। তাতে করে অন্যের অপরাধের ভাগ আপনার কাঁধে এসে পড়বে। 

ইন্টারেক্টিভ Islamic Learning Club

বর্তমান আধুনিক যুগে বাচ্চারা অনেক ছোটবেলায় নানারকম ডিজিটাল ডিভাইস পেয়ে যায়। অন্যদিকে বেশিরভাগ শিশুরাই বাস করে একক পরিবার। ফলে আগের দিনে যেমন দেখা যেত এই শিশুদেরকে তাদের গুরুজন নানা রকম ধর্মীয় শিক্ষা দিত তা আর আগের মত হয়ে ওঠে না। তাছাড়া অনেকেই আছেন যারা নতুন করে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি অনেকে অন্য ধর্ম থেকে রূপান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সবার জন্যই ইন্টারেক্টিভ ইসলামিক লার্নিং ক্লাব একটি অপশন হতে পারে।

আর এই লার্নিং ক্লাব হতে পারে আপনার জন্য একটি আধুনিক ও স্মার্ট ব্যবসা আইডিয়া। প্রথমেই এই ব্যবসার জন্য একটি টিম তৈরি করা প্রয়োজন৷ কী সাইজের ব্যবসা শুরু করতে চাচ্ছেন তা মাথায় রেখে ইসলামিক স্কলার টিমে সংযুক্ত করুন। তার পরিচালনায় অন্যান্য টিম মেম্বাররা মিলে মূলত আপনার টার্গেট মার্কেটকে অনলাইন সেশন নিবে। কুরআন হাদীস শিক্ষার পাশাপাশি টার্গেট মার্কেটকে আপনার ব্যবসার সাথে আরও বেশি সংযুক্ত রাখতে কোন দোয়ার কুইজ, রিমাইন্ডার, ইসলামিক গল্পের আসর ইত্যাদির আয়োজন করুন। নানান ধাপ অনুযায়ী সার্টিফিকেট ও রিওয়ার্ড সিস্টেম থাকতে পারে। এতে করে আপনার টার্গেট মার্কেট আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। 

Advertisement

Pet Sitting বা Daycare সার্ভিস

নিজের পোষা প্রাণীটি সবার কাছে খুব প্রিয়। কিন্তু এই ব্যস্ত জীবনে কাজের প্রয়োজনে বাইরে কিংবা কখনো ছুটিতে গেলেও দেখা যায় প্রিয় পোষা প্রাণীটিকে কোথায় রাখা হবে, তার সেবা যত্ন কিভাবে হবে, এই নিয়ে পোষা প্রাণীর মালিকের চিন্তার কমতি থাকে না। তাই একটি স্মার্ট ব্যবসা আইডিয়া হিসেবে আপনি ভাবতে পারেন ডে কেয়ার কিংবা পেট সিটিং সার্ভিসের কথা। এই ব্যবসায়ের ঘন্টা, দিন, এমনকি মাসিক ভিত্তিতে প্যাকেজ তৈরি করা সম্ভব। পোষা প্রাণীর যত্ন থেকে শুরু করে, তার সাথে খেলাধুলা করা, গোসল করানো, তাকে হাঁটতে নিয়ে যাওয়া, তার খাওয়া দাওয়ার রুটিন তৈরি করে সে অনুযায়ী খাওয়ানো বা কখনো তাকে একটু বিলাসিতা দেবার অপশন হিসেবে স্পা সেবাও থাকতে পারে।

তবে এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মানবিক মানুষ হতে হবে। সকল ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে তবেই এ ব্যবসার সেটআপ করা প্রয়োজন৷ এ ধরনের ব্যবসায়ে প্রানীটিকে যত আদরে রাখবেন তার মালিক ততটাই খুশি থাকবে। এবং মনে রাখবেন পোষা প্রাণীর মালিকদের মধ্যে একটি আলাদা ধরনের বন্ডিং থাকে৷ ফলে একজন খুশি থাকলে তার মাধ্যমে আরো নতুন ক্লায়েন্ট পেতে পারেন। তাছাড়া ডিজিটাল যুগে এই প্রাণীদের নানারকম দুষ্টুমির সুন্দর মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করলে সহজেই আপনার প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে যাবে। 

বাংলা Audiobook ব্যবসা

আগে দেখা যেত প্রতিটি ঘরেই এক কর্নারে সুন্দর বুক সেলফের সেটআপ থাকতো। এখনো অনেক বাড়িতেই ডেকরেশনের জন্য তা দেখা গেলেও বই পড়ার চর্চা আর নেই। এর দুটি বড় কারণ রয়েছে৷ এক, মানুষ খুব ব্যস্ত সময় পার করে। দুই, মোবাইল ফোন আসার পর থেকে মানুষের ধৈর্য খুব কমে গিয়েছে এবং একদিকে তারা বেশিক্ষণ নজর দিতে পারে না। ফলে বই পড়ার অভ্যাস অনেক কমে গিয়েছে। কিন্তু সত্যি বলতে গল্প, কবিতা এগুলো মানুষের মনকে হালকা করে। অস্থির সময়ের ব্যস্ত মানুষগুলোকে শান্তি দিতে হলে গল্প বা কবিতার জুড়ি নেই। নিজের ফেইসবুক পেইজ কিংবা ইউটিউব চ্যানেল ব্যবহার করে ব্যবসাটা শুরু করতে পারেন। সুন্দর করে রিডিং পড়তে পারা এই কাজের চালিকাশক্তি। সাথে গল্পগুলোতে যদি ইন্ট্রো মিউজিক এবং সুন্দর সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারেন আপনার চ্যানেলের শ্রোতারা বেশ খুশি থাকবে৷ আর এই ধরনের কনটেন্টের ক্ষেত্রে থাম্বনেইল এবং টাইটেল খুব জরুরী বিষয়। এগুলো সঠিকভাবে যত্ন সহকারে তৈরি করবেন। থাম্বনেইল হলো একটি ভিডিও শুরু হওয়ার আগেই স্থিরভাবে যে ছবিটি দেখতে পাই এবং কনটেন্ট টাইটেল হলো এর উপর যা লেখা থাকে।  ধরুন “রাত্রে ঘুমানোর আগের গল্প সিরিজ”, “ছোটদের জন্য ইসলামিক গল্প” এমন কনটেন্ট টাইটেল দেখলে মানুষ বেশি আগ্রহবোধ করবে।  

১০ থেকে ১৫ মিনিটের গল্প হলে তা বড়দের জন্য ১০ মিনিটের কম হলে তা ছোটদের জন্য বেশ ভালো। মাসিক সাস্ক্রিপশন ফি থেকে আয়ের পাশাপাশি কিছু বিজ্ঞাপন পেলে আয়ের পরিমাণ অনেক অংশে বেড়ে যাবে। এভাবেই নিজের চ্যানেল বা ফেইসবুক পেইজের মাধ্যমে একটি আধুনিক ও স্মার্ট ব্যবসা আইডিয়া নিয়ে আপনি সফলতার মুখ দেখাতে পারেন। পাশাপাশি বিভিন্ন কমিউনিটিভিত্তিক গ্রুপে নিজের প্রচারণা চালাতে পারেন। 






Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।