আপনার জন্য সেরা ৫টি ইউনিক বিজনেস আইডিয়া

ব্যবসায় উদ্যোগ

ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে কাজ করার বড় সুবিধা হল এতে আপনি ব্যবসার প্রথমেই কম চ্যালেঞ্জ এর মূখোমূখী হবেন। আজকাল অনেক শিক্ষিত, অর্ধশিক্ষিত এমনকি কোন পড়ালেখা না জানা তরুণ-যুবারা ও কাজের জন্য অন্য কারো ওপর নির্ভরশীল থাকতে চাচ্ছেনা। তারা কোন না কোন ব্যবসার আইডিয়া নিয়ে কাজ শুরু করে রোজগার করতে এবং নিজের ও পরিবারের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাচ্ছে। এই মানসিকতা অবশ্যই প্রশংসনীয়, কারণ আত্ননির্ভরশীল সমাজ দেশের উন্নতির জন্য সহায়ক।

Advertisement

প্রচলিত ব্যবসায়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশী, তাই ইউনিক বিজনেস আইডিয়া একটা ব্যবসায়ে সফলতা পেতে অন্যদের চেয়ে আপনাকে এগিয়ে রাখতে সহায়তা করবে। আজ সেরকম ৫টি ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিত বলবো যেগুলোতে আপনাকে ব্যবসায়িক সফলতা এনে দিতে পারে।

৫টি লাভজনক ইউনিক বিজনেস আইডিয়া ২০২৩

একটি ইউনিক বিজনেস আইডিয়া ব্যবসা ক্ষেত্রে আপনাকে অন্যদের চাইতে কিছুটা হলেও এগিয়ে রাখবে। আর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের চেয়ে এগিয়ে থেকে ব্যবসা করা মানে আপনার ব্যবসা লাভজনক হবেই যদি পরিচালনাগত কোন ভুল না থাকে। ২০২৩ সালের প্রেক্ষাপটে এরকম ৫টি লাভজনক ইউনিক ব্যবসার আইডিয়া দেয়া হল যেগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারলে লাভ নিশ্চিত।

  1. উন্নত প্যাকেজিং সহ মেসওয়াক ব্যবসা।
  2. বয়স্কদের ট্রান্সপোর্ট এর ব্যবসা।
  3. পর্দানশীন নারীদের শরীরচর্চা প্রতিষ্ঠান এর ব্যবসা।
  4. জার্নালিং আইটেমের দোকান এর ব্যবসা।
  5. ছাদে মাশরুম চাষ এর ব্যবসা।

উন্নত প্যাকেজিং সহ মেসওয়াক ব্যবসা

মেসওয়াক হল গাছের ডাল যা দিয়ে দাঁত মাজা হয়। মূলত দাঁত ও মুখের যত্নে এর প্রচলন রয়েছে। সাধারণত গাছের ডাল নরম ও কাঁচা হলে তা দিয়ে তৈরি মেসওয়াক ভালো মানের হয়ে থাকে। বাজারে প্রচলিত মেসওয়াকগুলো সাধারণত নিচের গাছগুলোর ডাল দিয়ে তৈরি করা হয়ে থাকে।

Advertisement
  1. জায়তুন গাছের মেসওয়াক।
  2. পার্সি গাছের মেসওয়াক।
  3. নিম গাছের মেসওয়াক।
  4. পিলু গাছের মেসওয়াক

তবে মেসওয়াকের ব্যবহার আগে যতটা বেশি চোখে পড়তো, বর্তমান  সময়ে আধুনিক টুথব্রাশের কারণে তা কমে গেছে। তাই বলে কিন্তু মেসওয়াকের উপকারিতাকে অগ্রাহ্য করা যায় না। বরং এর সহজপ্রাপ্যতা এবং আধুনিক প্রেজেন্টেশনের অভাবে বর্তমান যুগে চাহিদা তৈরি করতে পারে নি৷

মেসওয়াকের ব্যবসায়  উদ্যোগ একটি ইউনিক বিজনেস আইডিয়া হতে পারে কারণ এর অনেক উপকারিতা রয়েছে। এক্ষেত্রে দুইটি বিষয় উল্লেখ করা যায়। এক, আধুনিক যুগে অনেক মানুষ ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে এবং তাদের মধ্যে  প্রাকৃতিক ও ভেষজ জিনিস ব্যবহারের অভ্যাস বৃদ্ধি পাচ্ছে। দুই, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং ইসলাম ধর্মে এর ব্যবহারের ধর্মীয় উপকারিতার কথাও বলা হয়েছে।

তাই ব্যবসায় উদ্যোগ নিতে চাইলে, মানসম্মত ডাল সংগ্রহ এবং উন্নত প্যাকেজিং করে এর উপস্থাপনা সময় উপযোগী করে তুলতে হবে। তাহলে স্বাস্থ্যগত সুবিধার জন্য সকলের কাছে এবং ধর্মীয় ভাবনা থেকে বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের কাছে সহজেই পৌঁছে যাওয়া যাবে।

বয়স্কদের ট্রান্সপোর্ট এর ব্যবসা

মানুষের বয়স হয়ে গেলে যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে পড়ে। হুড়োহুড়ির মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে ওঠা, আসন না পেলে দাঁড়িয়ে থাকা, নামার সময় জলদি নামার তাগিদ থাকা, এসব সমস্যার সম্মুখীন হওয়া একজন বয়স্ক লোকের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়া নানান পাবলিক ট্রান্সপোর্টে মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য কিছু সুবিধা চোখে পড়লেও বয়স্কদের জন্য এমন কোন উদ্যোগ দেখা যায় না। অথচ বয়সের কারণে তাদের চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া বয়স বাড়ার সাথে মানুষের নানান রকম অসুস্থতা, দূর্বলতা দেখা দেয়। সর্বশেষ গৃহগননা এবং জনশুমারি ২০২২ অনুসারে বাংলাদেশে ৬০ বছরের বেশী বয়সী মানুষের সংখ্যা ১ কোটি ৫৩ লাখের কিছুটা বেশী। এ হার প্রতিবছরই বাড়ছে। (সুত্র- ডেইলি স্টার বাংলা)। বুঝতেই পারছেন, বয়স্কদের ট্রান্সপোর্ট ব্যবসায়ে সম্ভাবনা কতটা উজ্জল।

বয়স্করা নিজেরা যেমন মনে আতঙ্ক নিয়ে ঘর থেকে বের হয়, একইভাবে তাদের প্রিয়জনেরা চিন্তিত থাকে। অনেকে দেখা যায় প্রয়োজনীয় কাজের জন্য অন্য কারো উপর নির্ভরশীল থাকাকেই শ্রেয় মনে করে। নিজের প্রয়োজন বা ইচ্ছে মত নানান দিকে যাওয়ার বিষয়টি অনেকেই বাধ্য হয়ে বাদ দেন। যা আসলে একজন বয়স্ক মানুষকে হীনমন্যতায় ফেলতে পারে। তিনি নিজেকে বোঝা মনে করতে পারেন। যা কোনভাবেই কাম্য নয়।

Advertisement

তাই সবদিক বিবেচনায় বয়স্কদের জন্য ট্রান্সপোর্ট ব্যবসায় উদ্যোগ একটি ইউনিক বিজনেস আইডিয়া। সেক্ষেত্রে বয়স্করা  সহজেই উঠতে পারে এমন উচ্চতার যানবাহন তৈরি বা ক্রয় করা, বয়স্কদের যত্নের সাথে ট্রান্সপোর্টে তোলা এবং নামানোর কাজে সাহায্য করার মত লোকবল ইত্যাদির প্রয়োজন পড়বে। একই সাথে যানবাহনের চালকদের ট্রেনিং দিতে হবে যাতে যানবাহনে ওঠানামার জন্য বয়স্করা যথেষ্ট সময় পায়। সাধারণ পাবলিক ট্রান্সপোর্ট এর মত কোনরকম তাড়াহুড়োর সম্মুখীন না হতে হয় এবং তাদের সাথে অত্যন্ত সহমর্মী ব্যবহার করা হয়।

এরকম ব্যবস্থা থাকলে বয়স্ক লোকেরা নিজেদের নিরাপত্তা এবং চলাচলের সুবিধার কথা ভেবে এ ধরনের ইউনিক ব্যবসার সেবা নিতে আগ্রহী হয়ে উঠবেন। একই সাথে দেখা যাবে তাদের প্রিয়জনেরা তাদের জন্য অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট এর থেকে এই ধরনের ট্রান্সপোর্ট ব্যবস্থা বেশি পছন্দ করবেন।

সম্পর্কিত পোস্ট- লস ছাড়া ব্যবসা

পর্দানশীন নারীদের শরীরচর্চা প্রতিষ্ঠান এর ব্যবসা

স্বাস্থ্যই সকল সুখের মূল৷ শুধুমাত্র ভালো খাদ্যাভ্যাস নয়, যথেষ্ট শরীরচর্চায় পারে স্বাস্থ্য ভালো রাখতে। আধুনিক যুগে মানুষ যখন থেকে শরীরচর্চার ব্যাপারে মনোযোগী হতে শুরু করল তখন থেকেই জিমের চাহিদা ঊর্ধ্বমুখী। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এখন জিমে যান। অনেক জিমে নারী-পুরুষ একই সাথে শরীর চর্চা করে থাকেন। তবে শুধুমাত্র নারীদের জন্যও প্রতিষ্ঠান রয়েছে।

কিন্তু সমস্যা হল বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ট্রেইনার থাকেন বা নারী ট্রেইনার থাকলেও এবং সকল সদস্য নারী হলেও জিমের সামগ্রিক পরিবেশ, পোশাকের ধরন ইত্যাদি পর্দানশীন নারীদের কাছে আরামদায়ক মনে হয় না। তাই পর্দা মেনে চলা অনেক নারী জিমমুখী হন না৷ এমতবস্থায়  শুধুমাত্র পর্দানশীন নারীদের জন্য পর্দা মেনে চলা একজন নারী ট্রেইনার দিয়ে যদি জিম পরিচালনা করা হয় তবে এটি হবে একটি ইউনিক বিজনেস আইডিয়া। এতে করে নির্দিষ্ট  একটি কমিউনিটি থেকে বড় সংখ্যক ক্লায়েন্ট পাওয়া সম্ভব।

সম্পর্কিত পোস্ট- নতুন ব্যবসার আইডিয়া

জার্নালিং আইটেমের দোকান এর ব্যবসা

জার্নালিং আইটেম এর ব্যবসা একটি চমৎকার ইউনিক বিজনেস আইডিয়া কারণ এই ব্যবসাটি অনেকের কাছেই নতুন। অনেকেই ভাবতে পারেন জার্নালিং আইটেমটা কি এবং এসব দোকানে আসলে কি বেচাকেনা হয়!

বিশ্বজুড়ে অনেকেই শখের বশে বুলেট জার্নালিং করেন। এটা অনেকটা আমাদের ছোটবেলার ডায়েরি লেখার মতো। পার্থক্য হলো বুলেট জার্নালিংয়ের ক্ষেত্রে বুলেট পয়েন্টে বা খুব সংক্ষিপ্ত রূপে মনের ভাব লেখার মাধ্যমে  প্রকাশ করা হয়। তাছাড়া সুন্দর প্রেজেন্টেশনের জন্য নানান ধরনের এক্সেসরিজ যেমন স্টিকার, রং, স্টিকি নোট, ছোট ছোট সাইজের কাটআউট ইত্যাদি  ব্যবহার করা হয়। এতে করে এর প্রেজেন্টেশন অনেক গ্ল্যামারাস লাগে। কিন্তু বাংলাদেশে বুলেট জার্নালিংয়ের এক্সেসরিজের ফিজিক্যাল দোকান তেমন নেই।

যারা বুলেট জার্নালিং করেন তারা বিভিন্ন অনলাইন স্টোর বা বিদেশ থেকে কারো মাধ্যমে এসব পণ্য আনিয়ে নেয়ার মাধ্যমেই কাজ সারেন। কিন্তু  বর্তমানে কম বয়সী ছেলে মেয়ে, তরুণ তরুণীদের মধ্যে বুলেট জার্নালিং এর শখের পরিমাণ অনেক বাড়ছে। তাই এসব এক্সাসারিজের চাহিদাও বাড়ছে। কেউ যদি একটি ভালো লোকেশন এর দোকানে, যথেষ্ট পরিমান কালেকশন নিয়ে কাজ শুরু করতে পারেন আর অনলাইনে যথেষ্ট প্রচারণা চালাতে পারে্ন, তার জন্য এটি হবে একটি চমৎকার লাভজনক ইউনিক বিজনেস আইডিয়া। এই আইডিয়াটি অত্যন্ত ইউনিক বিধায় সম্ভাব্য নতুন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও অনেক সহজ হবে। আর এটা তো আমরা সবাই জানি একবার ক্রেতা আকর্ষণ করতে পারলে আপনার ব্যবসা অবশ্যই সফল হবে।

ছাদে মাশরুম চাষ এর ব্যবসা

সারা পৃথিবীতেই বাহারি জাতের মাশরুমের চাষ হয়। খাবার হিসেবে অনেকেরই পছন্দের একটা খাবার মাশরুম। মাশরুমের চাহিদা বর্তমানে তুঙ্গে কারণ এতে রয়েছে হাই প্রোটিন। যারা ডায়েট মেনে চলেন তাদের খাদ্য তালিকায় এর চাহিদা অনেক বেশি। আবার এটি খাওয়া যায় স্ন্যাকস, সবজি এমনকি মেইন ডিশ হিসেবে। ছোট বড় সবার কাছেই গত বেশ কয়েক বছরে মাশরুমের একটি অন্যরকম আবেদন তৈরি হয়েছে।

বাংলাদেশের আবহাওয়ায় এবং তুলনামূলক সহজ পদ্ধতিতে ঘরে ফলানোর জন্য অয়েস্টার মাশরুম একদম ঠিকঠাক যা জন্মায় শীতকালে। এবং ব্যবসায় উদ্যোগ হিসাবে এই মাশরুম চাষ হতে পারে একদম ইউনিক বিজনেস আইডিয়া। অয়েস্টার মাশরুম চাষের উপকরণ প্রধানত তিনটি। স্পন বা মাশরুমের বীজ, খড় ও পলিথিনের ব্যাগ। অনলাইনে ভিডিও দেখে অথবা স্থানীয় কৃষি বিভাগ থেকে ট্রেনিং নিয়ে সহজেই বাসার ছাদে চাষ করা সম্ভব৷

মাশরুমের প্যাকেজিংয়ের পিছনেও খুব বেশি খরচ করার প্রয়োজন পড়ে না। ট্রান্সপারেন্ট প্যাকেটে মাশরুম প্যাকেটজাত করে উপরে নিজের প্রতিষ্ঠানের নাম সম্বলিত স্টিকার বসানো যেতে পারে। স্থানীয় বাজার সহ সুপার শপগুলোতে এই মাশরুম বাজারজাতকরণ সম্ভব। এ ব্যবসাটিতে কম্পিটিশন অনেক কম। যদি একটু ইউনিক প্যাকেজিং ও মাননিয়ন্ত্রণ করে বাজারজাত করা যায়, তাহলে দিয়ে ইউনিক বিজনেস আইডিয়া থেকে অনেক লাভ করা সম্ভব।

মাশরুম চাষ এর ব্যবসা

ইউনিক বিজনেস আইডিয়া-কিছু পরামর্শ

বর্তমান যে কোন ব্যবসায়ে সফলতা পেতে হলে শুধু ভাল ইউনিক বিজনেস আইডিয়া গ্রহণ করলেই হবে না পণ্য বা সেবা নিয়ে পরিকল্পনা ও হতে হবে আর দশটি প্ল্যান থেকে ইউনিক। ব্যবসায়ের পরিচালনা ও হতে হবে সঠিক পরিকল্পনামাফিক কারণ যে কোন ব্যবসা যতই ইউনিক হোক না কেন, এতে ঝুঁকি ও লাভের সম্ভাবনা দুটোই থাকবে। পরিচালনা ভুল হলে ঝুঁকি বাড়বে যা সামগ্রিক ব্যবসাকে লোকসানে ঠেলে দিতে বাধ্য। তাই ইউনিক বিজনেস আইডিয়া এর পাশাপাশি সঠিক পরিচালনা ও জরুরি। তাহলে ব্যবসা সফলভাবে পরিচালনা ও নিশ্চিত লাভ করা সম্ভব।

ইউনিক বিজনেস আইডিয়া ২০২৪

যত দিন যাচ্ছে নতুন নতুন ব্যবসার আইডিয়া তৈরি হচ্ছে এবং নানা রকমের ইউনিক বিজনেস আইডিয়া মার্কেট এ আসছে। প্রতি বছর কোন না কোন ব্যবসার আইডিয়া ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছে এবং সফল ও হচ্ছে। ২০২৪ এ ও এমন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ রয়েছে যেগুলো বাজার এ সফল হতে পারে।

  1. অনলাইন নোবেল রিডিং এপস।
  2. ঐতিহ্যবাহী খাবার আইটেম রি-ব্র্যান্ডিঙ।
  3. অফিস স্পেস শেয়ারিং।
  4. কিডস প্লে স্টেশন।
  5. ভার্চুয়াল ফ্রেন্ডস এপস।
  6. সাবলেট রেণ্ট এপস ইত্যাদি।

আরও পড়ুন- বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা

ডিলারশিপ ব্যবসা

আধুনিক ব্যবসার আইডিয়া

FAQ

ব্যবসায় উদ্যোগ কি?

ব্যবসায় উদ্যোগ হল কোন উদ্যোক্তা বা কোন প্রতিষ্ঠান দ্বারা শুরু করা একটি ব্যবসায়িক কার্যক্রম বা একটি নতুন ব্যবসা যার সাথে ঝুঁকি ও রিটার্ন এর সম্ভাবনা দুটোই সমানভাবে জড়িত।

মানুষ কেন ছোট ব্যবসা শুরু করে

বিভিন্ন কারনে মানুষের ছোট ব্যবসা শুরু করার ব্যাপারে আগ্রহ বেশী থাকে। এরকম কয়েকটি কারণ নিম্নে দেয়া হল।
১। পুঁজি স্বল্পতার কারণে।
২। ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া না থাকার কারণে।
৩। ঝুঁকি কমানোর জন্য।
৪। বড় আকারে শুরু করার আগে ব্যবসাটি সম্পর্কে ভালোভাবে জানার জন্য।’
৫। আত্ননির্ভরশীল হওয়ার জন্য।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।