৫টি লাভজনক ১০ লাখ টাকার ব্যবসা আইডিয়া

১০ লাখ টাকার ব্যবসা

১০ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন কিন্তু আপনি ঠিক করতে পারছেন না কোন ব্যবসায় নামা যায়? তাহলে এই লেখাটি আপনাকে দিতে পারে চমৎকার কিছু সময়োপযোগী আইডিয়া। যেখান থেকে আপনি সবচেয়ে পছন্দসই ১০ লাখ টাকার ব্যবসা আইডিয়া নিয়ে ব্যবসায়ে নেমে পড়তে পারেন।

Advertisement

বর্তমান সময়ের ৫ টি লাভজনক ১০ লাখ টাকার ব্যবসা

বর্তমান সময়ের ৫ টি লাভজনক ১০ লাখ টাকার ব্যবসা হচ্ছে : 

  • গ্যাজেট স্টোর 
  • ভুট্টার ব্যবসা
  • মাছ চাষ
  • ফিটনেস সেন্টার
  • স্পা সেন্টার

গ্যাজেট স্টোর 

পৃথিবী এখন ডিজিটাল। প্রযুক্তিনির্ভর পৃথিবীতে গ্যাজেটের চাহিদা বেড়ে তুঙ্গে দাঁড়াবে। তাই ১০ লাখ টাকার ব্যবসা হিসেবে প্রথমেই রাখা যায় গ্যাজেট স্টোর খোলার আইডিয়া।  

কি কি প্রয়োজন: 

Advertisement
  • স্পেস
  • প্রয়োজনীয় মালামাল 
  • লাইসেন্স
  • রিপেয়ারিং কর্মচারী

১০ লাখ টাকা নিয়ে যেহেতু নামছেন, বেশ ভালো একটা জায়গায় স্টোরের জন্য স্পেস নেয়ার চেষ্টা করবেন। স্বনামধন্য শপিংমল হলে তো কথাই নেই। মালামাল বলতে সকল ইলেকট্রনিক পণ্যকেই একসাথে গ্যাজেট বলে ডাকা হয়। যেমনঃ মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ই-রিডার, হেডফোন, গেইমিং গ্যাজেট, ইয়ারফোন ইত্যাদি।

তবে গ্যাজেট এর পাশাপাশি গ্যাজেট রিপেয়ারিং এর জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী থাকলেও বাড়তি আয়ের বেশ ভালো একটা পথ বের হবে। নিত্যপ্রয়োজনীয় এই গ্যাজেট ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে গেলে মাসে ১-২ লক্ষ টাকা পর্যন্তও আয় করা সম্ভব।

ভুট্টার ব্যবসা

বর্তমান সময়ে ভুট্টার চাহিদা অনেক। পশুপাখিদের খাবার, হাঁসমুরগীর সহ আরো নানান কাজ ভুট্টার ব্যবহার চোখে পড়ার মত। এছাড়া প্রতিযোগিতা কম হওয়ার অন্যান্য ব্যবসার তুলনায় ভুট্টার ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি। তাই ১০ লাখ টাকার ব্যবসা হিসেবে ভুট্টাকে বেছে নিতে পারেন অনায়াসে।

কি কি প্রয়োজন: 

  • গুদামঘর 
  • প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ব্যবস্থা 
  • লাইসেন্স

গুদামঘরটি এমন জায়গায় নেওয়ার ব্যবস্থা করবেন যেখানে আশেপাশে ভুট্টার ফলন ভালো হচ্ছে। নিয়ন্ত্রিত তাপমাত্রা যেন নিয়ন্ত্রিত থাকে, খুব বেশি গরম অথবা ঠান্ডা নয় বরং নাতিশীতোষ্ণ যেন থাক এবং আলোবাতাসের দিকটাও খেয়াল রাখতে হবে।  ভুট্টাকে যথেষ্ট ভালোভাবে শুকিয়ে তারপরে বস্তাজাত করবেন। যেহেতু অনেক টাকার মালামাল, ভুট্টাকে পোকামাকড় এর হাত থেকে রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে। 

Advertisement

কাঁচা ভুট্টার দাম মণপ্রতি ৭৫০-৮০০ টাকা হয়ে থাকে।ধরা যাক প্রতি মণ ৮০০ টাকায়,  ১০০০ মণ ভুট্টা কিনলেন আপনি। গুদামঘর, ডেলিভারি খরচ সব মিলিয়ে আপনার ৯-১০ লাখ টাকা খরচ যাবে। বর্তমান বাজারে রোদে শুকানো খটখটে ভুট্টা মণপ্রতি  ১০০০ -১১০০ দরে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে খরচ উঠিয়ে একটা সময় দেখা যাবে আপনার ১-২ লক্ষ টাকা মুনাফা থাকছে। 

সংশ্লিষ্ট পোস্ট- ৩ লাখ টাকার ব্যবসা

মাছ চাষ

মাছ চাষে সফলতার গল্প বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। বিভিন্ন এলাকার মানুষ মাছ চাষে সফল হয়ে কোটি টাকারও মুখ দেখেছেন। পাশাপাশি অনেকে স্থানীয় পর্যায়ে সম্মাননাও পেয়েছেন সফল মাছ চাষী হিসেবে। তাই ১০ লাখ টাকার ব্যবসা হিসেবে মাছ চাষ খুবই সময়োপযোগী আইডিয়া।

কি কি প্রয়োজন:

  • ভালো জায়গাযুক্ত পুকুর
  • পুকুরের জলে চুন/ জিওলাইট 
  • প্রয়োজনীয় মাছের খাদ্য 

ভালোভাবে পুকুর তৈরি করার পর, পুকুরের পানিতে চুন/জিওলাইট দিয়ে নিতে হবে। তারপর মাছের পোনা ছাড়বেন।  এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পোনারা যেন মানসম্মত হয়। তারপরেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, খাবার সরবরাহ। মাছ চাষের সবচেয়ে বড় খরচ যায় খাদ্যে।

মিশ্রচাষ পদ্ধতি অনুসরণ করে একসাথে কয়েক প্রজাতির মাছ চাষ করতে পারেন। চিংড়ি, তেলাপিয়া, কার্প, শিং ইত্যাদি বেশ লাভজনক মাছ। বিঘাপ্রতি লিজ এবং খাদ্য খরচ মিলিয়ে, ২ লাখের কাছাকাছি খরচ পড়ে। মাছ বিক্রি করে লাভ থাকে ৩০-৪০০০০ টাকা। যদি ৫ বিঘা জায়গা নিয়ে মাছ চাষ শুরু করেন, আয় থাকবে ২ লাখ টাকার কাছাকাছি। 

সংশ্লিষ্ট পোস্ট- ডিলারশিপ ব্যবসা

পরচুলার ব্যবসা

ফিটনেস সেন্টার

বর্তমান সময়ে মানুষ আগের তুলনায় অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তাই ১০ লাখ টাকার ব্যবসা, বেশ ভালো মূলধন নিয়ে ফিটনেস সেন্টার এর ব্যবসায় নামতে পারেন।  

কি কি প্রয়োজন: 

  • উপযুক্ত জায়গা
  • মেশিন 
  • ট্রেইনার
  • লাইসেন্স
  • প্রচারণা

উপযুক্ত একটি জায়গা বেছে নিতে হবে। সবচে ভালো হয়, কোনো একটা পার্কের পাশে জায়গা নিতে পারলে, যেহেতু বেশির ভাগ স্বাস্থ্যসচেতন মানুষরা আসেন। কাস্টমার বেইজ বিল্ড আপ করবে। মানসম্মত, মেশিন একটি জিম এর প্রাণ। ভালো মানের ট্রেইনার হায়ার করবেন। তারপর আসে প্রচারণা, ফেসবুক পেইজ, ওয়েবসাইট রাখতে পারেন, পাশাপাশি পার্ক এর আশেপাশের এলাকাগুলোতে লিফলেট ও পোস্টার ব্যবহার করতে পারেন। 

একটি ভালো মানের জিম নামাতে ১০ লাখ টাকা খরচ হয়। পার পারসন মেম্বারশিপ ১৫০০-২০০০ টাকা। একটা শহরের ১% যদি জিমে ইন্টারেস্ট হয়, ৩০ হাজার মানুষ যদি সেই শহরে থাকে, ৩০০ মানুষ এটলিস্ট ইন্টারেস্টেড হবে।  সাবস্ক্রিপশন ১৫০০ করে ধরলে ৪,৫০,০০০ করে আসে। 

আনুষঙ্গিক খরচ বাদেও আপনার ৩,৫০,০০০ টাকার মত আয় থাকা সম্ভব। যেটা বেশ ভালো অংকের একটা লাভ। তবে মনে রাখতে হবে শুরুতেই এত বড় মুনাফা নাও আসতে পারে তবে ধৈর্য হারালে চলবে না। ধীরে ধীরে পরিচিতি বাড়ার মাধ্যমে আপনার ব্যবসার প্রচারও বাড়বে। কাস্টমার বেইজ ও বাড়বে।

স্পা সেন্টার

অবসাদের এই শহরে, সাময়িক হলেও খানিকক্ষণ প্রশান্তি কে না চায়। দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে একটুখানি মুক্তি পেতে, নিজের যত্ন নিতে, স্পা সেন্টারের চাহিদা বাড়ছে প্রতিদিন। ভালোমানের একটি স্পা সেন্টার হতে পারে আপনার লাভজনক একটি ১০ লাখ টাকার ব্যবসা। 

কি কি প্রয়োজন

  • উপযুক্ত স্থানে জায়গা ভাড়া
  • প্রয়োজনীয় যন্ত্রপাতি সরঞ্জাম
  • কর্মী
  • লাইসেন্স
  • প্রচারণা 

বর্তমান সমাজের হিসেবে স্পা বেশ একটুখানি বিলাসবহুল সেবাই। আপনি শুরুও করছেন ১০ লাখ টাকার একটি বিলাসবহুল ব্যবসা। তাই উচ্চ আয়ের মানুষদের এলাকাতে নিরাপদ, খোলামেলা জায়গা ভাড়া নেয়া আপনার জন্য কাজের কাজ হবে। উদাহরণ,  বনানী, গুলশান, উত্তরা ইত্যাদি। জায়গাটা বেশ বড়সড় হওয়া ভালো কারণ, ওয়েটিং রুম, বিভিন্ন সার্ভিস রুম, এমপ্লয়ি রুম ইত্যাদি থাকবে।

এবার আসা যাক যন্ত্রপাতির ব্যপারে। স্পা সেন্টারে বিভিন্ন যন্ত্রপাতির দরকার হয়।  যেমন : ম্যাসাজ টেবিল, স্টাইলিং সরঞ্জাম, পেডিকিওর, ম্যানিকিওর টেবিল, স্কিনকেয়ার আইটেম ইত্যাদি।  এই সার্ভিসগুলো দেয়ার জন্য আপনার লাগবে প্রশিক্ষিত দক্ষ কর্মী যাদের কাজে পছন্দ হয় মানুষবার বার আসতে চাইবে। আপনার মত আপনি প্রচারণা চালিয়ে যাবেন, ফেসবুক পেইজ, পোস্টারের মাধ্যমে।।তবে চেষ্টা করবেন আপনার স্পা সেন্টারটি যেন অতি অবশ্যই খোলামেলা জায়গায়, নিরাপদ হয়।

স্পা সেন্টারে বিভিন্ন সার্ভিসে বিভিন্ন দাম রাখবেন৷  তবে ভালো কোয়ালিটি সার্ভিস দিয়ে ওভারঅল একটি প্যাকেজের দাম যদি ৭০০০-৮০০০ রাখেন এবং মান্থলি এভারেজ কাস্টমার যদি ২০০-৩০০ জন আসেন, মাসে আপনার আয় থাকবে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি। 

আরও পড়ুন- ফার্মেসী ব্যবসা

কোন ব্যবসা বেশী লাভজনক?

পরিশেষ

১০ লাখ টাকার ব্যবসা করা মানে বেশ ভালো অংকের একটি মূলধন নিয়ে মাঠে নামা। তাড়াহুড়ো করার এখানে প্রশ্নই আসে না। খোঁজখবর নিয়ে নামা উচিত। সেজন্যই এই লেখায় ৫ টি লাভজনক, সময়োপযোগী, নিরাপদ, ১০ লাখ টাকার ব্যবসার কথা বলা হলো। আশা করি, লেখাটি পড়ে নিজের উপযুক্ত ব্যবসাটি বুঝে নিবেন। ব্যবসা সফল হোক, সেই শুভকামনা রইল। 

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।