ব্যবসা বৃদ্ধিতে ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব

ফেসবুক মার্কেটিং

চলুন শুরুতেই জেনে নেই মার্কেটিং কি?

মার্কেটিং হলো, যেকোনো ব্র্যান্ড (brand), ব্যবসা (business), পণ্য (product) বা সার্ভিস (service) কে  মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করা এবং সেগুলির demand ও value বৃদ্ধি করার একটি প্রক্রিয়া।

এবার জেনে নেই ফেসবুক মার্কেটিং কি?

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম, যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে অধিক লোকের কাছে নতুন পণ্য সম্পর্কে অবগতকরন সম্ভব এবং অধিক পরিমাণ পণ্য বিক্রয় সম্ভব।

ফেসবুক মার্কেটিং কত প্রকার ও কি কি?

মার্কেটাররা সাধারণত দুইভাবে ফেইসবুক মার্কেটিং করতে পারে।

১. ফ্রি ফেইসবুক মার্কেটিং

২. পেইড ফেইসবুক মার্কেটিং

ফ্রি ফেসবুক মার্কেটিং কি?

ফ্রি ফেসবুক মার্কেটিং হলো ফেইসবুক মার্কেটিংয়ের সবচেয়ে সহজ এবং লাভজনক ধাপ বা প্রক্রিয়া। শুধুমাত্র একটি ফেসবুক পেইজের মাধ্যমেই আপনি খুব সহজেই কাজটি করতে পারেন। একটি বিজনেস পেইজ তৈরি করে সেখানেই নিজের কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রচার, প্রসার বিক্রয় করতে পারেন। এতো কোনো বাড়তি খরচ কিংবা ফি এর প্রয়োজন পড়বে না। তবে এক্ষেত্রে আপনার ফেসবুক পেইজে প্রচুর পরিমানে ফ্যান ফলোয়ার থাকতে হবে।

পেইড ফেসবুক মার্কেটিং কি?

পেইড ফেসবুক মার্কেটিং-এ প্রতিটি বিজ্ঞাপনই টাকার মাধ্যমে দেয়া হয়। এর মূল কাজ হলো নিউজফিডে বিভিন্ন পন্যের স্পন্সরড পোষ্ট হিসেবে পণ্যকে শো করা এবং ফেসবুক এর ডান পাশে বিভিন্ন পন্য ছবি বা অফার আকারে শো করা।

তবে হ্যাঁ! পেইড ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফেসবুক বিজনেস পেইজ থাকতে হবে। কেননা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এই মার্কেটিংটি করা তেমন ফলপ্রসূ নয়।

ব্যবসা বৃদ্ধিতে ফেসবুক মার্কেটিং কিভাবে প্রভাব ফেলে?

Statistia এর তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ২০২০ সাল পর্যন্ত ফেসবুক ব্যবহারকারী ৩৯ মিলিয়ন । অর্থাৎ প্রায় ৪ কোটি ।  এর মানে অনেক বড় সংখ্যক অডিয়েন্স আছে ফেসবুকে । সেকারনে মানুষের কাছে সহজেই নিজের ব্যবসাকে উপস্থাপন করা সম্ভব এবং আপনার ব্যবসার ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে।  এটা গেল একটা গুরুত্বপূর্ণ দিক । এছাড়াও ফেসবুক মার্কেটিং চ্যানেল অন্যান্য যেকোন মার্কেটিং চ্যানেলের থেকেই বড় । ফেসবুক মার্কেটিং এ খরচ অন্যান্য মার্কেটিং মাধ্যম থেকে অনেক কম এবং অধিক ফলপ্রসূ।

ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব

উদ্যোক্তা জীবনে ফেসবুক মার্কেটিং অবশ্যই  গুরুত্বপূর্ণ ।  স্বল্প খরচে আপনি যদি আপনার টার্গেট কাস্টমার এর কাছে আপনার সার্ভিস এর প্রমোশন করতে চান তাহলে ফেসবুক মার্কেটিং এর কোন তুলনা হয় না। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি এখন খুব সহজেই আপনার এলাকা, শহরে এবং চাইলে সমগ্র দেশে আপনার প্রতিষ্ঠানের প্রমোশন করতে পারেন।

পরিসংখ্যানে দেখা গেছে যে,  একজন ক্রয় ক্ষমতার অধিকারী প্রাপ্তবয়স্ক দিনে ১২-১৬ ঘন্টা ফেসবুক অনলাইনে থাকেন। তাই আপনিও চাইলেই ফেসবুকের মাধ্যমে আপনার পণ্য ও সার্ভিসসমূহ অন্যের কাছে তুলে ধরতে পারেন অতি সহজেই!

ফেসবুক মার্কেটিং এর সুবিধা

  1. অনেক সহজে লক্ষ্যবস্ত (targeted) অর্থাৎ,  গ্রাহক (customers) পাওয়া  সম্ভব।
  2. আপনি যেকোনো জায়গা, শহর, দেশ বা লোকাল এরিয়া টার্গেট করে নিজের ব্যবসার বিজ্ঞাপন চালাতে পারবেন।
  3. Facebook এ লক্ষ লক্ষ ইউজার রয়েছে। তাই, এখানে মার্কেটিং করে প্রচুর গ্রাহক পাওয়ারও সম্ভাবনা রয়েছে।
  4. Manual মার্কেটিং এর তুলনায়, এই ধরণে করা ফেসবুক মার্কেটিং এ আপনার অনেক কম টাকা খরচ করতে হয়।
  5. নিজের ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউবের ভিডিও গুলিতে প্রচুর সোশ্যাল মিডিয়া ট্রাফিক পেতে পারবেন।
  6. নিজের একটি অনলাইন ব্র্যান্ড (online brand) তৈরি করার জন্য ফেসবুক মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  7. অধিক পেজ লাইক এবং ফলোয়ার্স দের ফলে, আপনার ব্যবসার সাথে অধিক লোকেরা সংযুক্ত হয়ে থাকবেন। ফলে, এদের মধ্যে অনেকেই গ্রাহকে পরিণত হওয়ার সুযোগ সব সময় থাকবে।

কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং ?

ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় এবিষয়ে যদি আপনি কিছুই না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া পয়েন্ট গুলি দেখে নিন।

  1. সবচেয়ে আগে মার্কেটিং করার জন্য আপনার একটি brand, product, website বা business থাকতে হবে।
  2. এই প্রক্রিয়া শুরু করার জন্য, ব্যবসার নামের একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে।
  3. এরপর আপনার ব্যবসার বা ব্র্যান্ড এর পেজের একটি profile picture এবং cover picture দিয়ে সেটা আকর্ষণীয় করে নিতে হবে।
  4. আপনার Facebook page এর description box এ ব্যবসা ও ব্র্যান্ড বিষয়ে কিছু লিখুন।
  5. এখন, আপনার নতুন Facebook business page এ কোনো followers নেই তাই, নিজের বন্ধুদের এবং অন্যান্য Facebook users দের  আপনার পেজটি লাইক করার জন্য অনুরোধ ও ইনভাইট করুন।
  6. আপনার business page এ কিছু সংখ্যক followers বা like বৃদ্ধি পেলে, আপনি তারপর নিজের ব্যবসা বা ব্রান্ডের সাথে জড়িত তথ্য, ছবি, ভিডিও বা ব্লগের আর্টিকেল গুলি সেখানে শেয়ার করুন।
  7. আপনি আপনার বিভিন্ন products এবং services গুলি নিজের পেজে পোস্ট ও শেয়ার করতে পারবেন।
  8. এতে আপনার পেজ লাইক ও ফলো করা ইউজার-রা  আপনার নতুন নতুন products এবং services গুলির বিষয়ে জেনে নিতে পারবেন।
  9. শেষে আপনি চাইলে Facebook Paid Ads এর মাধ্যমে  ফেসবুককে কিছু টাকা দিয়ে নিজের পেজে শেয়ার করা কনটেন্ট গুলিকে বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুত গতিতে প্রচার করতে পারবেন।
  10. তাছাড়া যদি আপনি নিজের নতুন ফেসবুক পেজটিতে লাইক ও ফলোয়ার্স দের সংখ্যা বাড়িয়ে নিতে চান, তাহলে সেটাও Facebook এ পেইড এড দিয়ে দ্রুত গতিতে করিয়ে নিতে পারবেন।

আরও পড়ুন-

১০ টি লাভজনক অনলাইন ব্যবসা এর আইডিয়া

১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।